করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে পথে নামলেন সেনা কর্মীরা বাংলাদেশে

21st June 2020 3:52 pm অনান‍্য
করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে পথে নামলেন সেনা কর্মীরা বাংলাদেশে


শিপুল জামান ( বাংলাদেশ ) :  করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে জনসমাগম বন্ধ করতে বাংলাদেশের ঝিনাইদহে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
আজ সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে এ টহল দেয় তারা। এসময় রাস্তায় থাকা পথচারিদের এবং গাড়িতে থামিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মানা, মাস্ক পড়া নিশ্চিত করে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে হ্যান্ড মাইকে তারা রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন ও ব্যবসায় প্রতিষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-বেচা করার অনুরোধ জানান।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।